Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ 294 0

Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১

খবরের সময় ডেস্ক:
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় কতিপয় সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বলে জানা যায়। তারা দিনের বেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ভয়ংকর হয়ে উঠে। টঙ্গী এলাকার সাধারণ লোকজন এবং ঐ পথে যাতায়াতকারী গাড়ির আরোহীদের এই চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে তাদের নিকটে থাকা মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। এই চক্রের ফাঁদে পরে অনেকেই শারিরীকভাবে লাঞ্ছনার স্বীকার হয়েছে বলে জানা যায়। বিষয়টি র‌্যাবের দৃষ্টিগোচর হলে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। 
জিএমপি’র টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ষ্টেশন রোড এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের কতিপয় সদস্য ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি’র টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী ষ্টেশন রোড বাসস্ট্যান্ড এর দক্ষিন পাশের্ উত্তরা টায়ার এন্ড ব্যাটারী শপ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য ১) মোঃ জহিরুল ইসলাম (৪০),পিতা-মোঃ আইয়ুব আলী,জেলা-গাজীপুর,২ মোঃ শফিকুল ইসলাম @ ইনটেক(৩৪), পিতা-মোঃ সুরুজ মিয়া,জেলা-গাজীপুর,৩) মোঃ হাসিব (২২), পিতা-মোঃ মোস্তফা কামাল, জেলা-গাজীপুর,৪) মোঃ রুবেল হোসেন (৩০), পিতা-মৃত হোসেন আলী,জেলা-গাজীপুর,৫) মোঃ নাজমুল মিয়া (২৩),পিতা-মোঃ স্বপন মিয়া,জেলা-গাজীপুর এবং ৬) মোঃ আশরাফুল ইসলাম (৩২),পিতা-ইউনুছ আলী,জেলা-গাজীপুর’দেরকে গ্রেফতার করা হয়। এ সময় আটককৃত আসামীদের নিকট হতে ১ টি তালোয়ার,১ টি চাপাতি,১ টি ছোরা,৩ টি চাকু ও ৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী,বাসযাত্রী এবং মোটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার,মোটর সাইকেল,গাড়ী, টাকা পয়সা,মোবাইল,স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতি করে আসছিল মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com